খেলা

মানসিক অবসাদে ভুগছেন টাইগার অলরাউন্ডার, চাইলেন ছুটি

পরপর দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট মিস করায় মানসিক অবসাদে ভুগছেন টাইগার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করে নির্বাচকদের কাছে দু’মাসের ছুটি চেয়েছেন তিনি। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

১৩ আগস্ট থেকে পাকিস্তানে শাহিন্সদের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ২০ তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সাইফ এই দলের স্কোয়াডে ছিলেন।

বিসিবির সূত্র জানিয়েছে, গত ৩০ জুলাই দুই মাসের ছুটি চেয়েছেন সাইফউদ্দিন। এখন তার জায়গায় অন্য কাউকে নিতে হবে বলেও জানানো হয়। তার মানে ১০ আগস্ট পাকিস্তানগামী বাংলাদেশ ‘এ’ দলের সফরসঙ্গী হচ্ছেন না তিনি।

এর আগে, জাতীয় দলের এ পেস অলরাউন্ডার সুযোগ পান প্রথমবারের মতো বিদেশি লিগে (কানাডার গ্লোবাল টি টোয়েন্টি) খেলার। কিন্তু দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্ভূত সহিংস পরিস্থিতির কারণে সময়মত ভিসা না পাওয়ায় মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলার সুযোগটিও হাতছাড়া হয় তার। এর আগে বিশ্বকাপেও দলে জায়গা হয়নি তার। এতেই মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন তিনি। সাময়িক বিরতি নিয়ে তাই চিঠি দিয়েছেন বোর্ডের কাছে।

সেই প্রসঙ্গ নিয়েই সম্প্রতি ক্রিকবাজকে বিসিবির এক নির্বাচক জানিয়েছেন, ‘এ-দল ঘোষণার পর সে আমাকে একটা ইমেইল পাঠিয়েছে জুলাইয়ের ৩০ তারিখ। যেখানে সবশেষ বিশ্বকাপ এবং গ্লোবাল টি-টোয়েন্টি মিস করায় সে নিজের মানসিক অবসাদের কথা প্রকাশ করেছেন সাইফউদ্দিন। তার অনুরোধ, পরের দুই মাস যেন তাকে কোনো প্রকার ক্রিকেটের জন্য বিবেচনা করা না হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় টাইগার ক্যাম্পে ডাকা হয়েছিল তাকে। তবে তখন তার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় ছুটি নিয়েছিলেন তিনি। এর কয়েক মাস পরই এবারের ছুটিটা চাইলেন আরও লম্বা। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের পাননি জায়গা। তার বদলে সুযোগ পান পেস বোলার তানজিম সাকিব।

বিপিএলের সবশেষ আসরে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করেন সাইফউদ্দিন। ফরচুন বরিশালের হয়ে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ শিকারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *