চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

মানিকছড়িতে জনগণের আস্থা ফেরাতে পুলিশের মোটরসাইকেল শোডাউন

খাগড়াছড়ির মানিকছড়ি থানায় পুলিশের সকল কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন। জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং ভয় দূর করতে পুলিশ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে।

আজ, ১৩ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায়, মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার আমতল, বাজার এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে। গতকাল সোমবার থেকে দাপ্তরিক কাজকর্ম শুরু হলেও আজ সকাল থেকে পুরোদমে সব কার্যক্রম শুরু হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দায়িত্ব হস্তান্তর ও দেশত্যাগের পর সৃষ্ট পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্র, জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এগিয়ে আসে। কর্মবিরতি প্রত্যাহারের পর সোমবার থেকে পুলিশ আবার দাপ্তরিক কাজ শুরু করে এবং প্রায় ৬ দিন পর আজ থেকে পুরোদমে দায়িত্ব পালন শুরু করেছে।

মানিকছড়ি থানায় সরেজমিনে দেখা গেছে, সাধারণ ডায়েরি নেওয়া, বিভিন্ন অভিযোগ গ্রহণসহ পুলিশের স্বাভাবিক সব কার্যক্রম আবার শুরু হয়েছে। ফলে সাত দিন পর মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানিয়েছেন, থানার সব পুলিশ সদস্য তাদের কাজ শুরু করেছেন। তিনি উপজেলার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে, এবং সব ধরনের অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *