বিনোদন

‘মায়ের জন্য হাজারও চাকরি ছাড়তে প্রস্তুত’ কঙ্গনাকে চড় মেরে সেই কনস্টেবল

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে চড় মারা সেই নারী কনস্টেবল বলেছেন, ‘আমি চাকরি হারানোর ভয় পাই না।’

শুক্রবার (০৭ জুন) মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে কুলবিন্দর কৌর এ কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কৌরকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়। এক্সে তিনি আরও লেখেন, ‘মায়ের সম্মানের জন্য হাজারও চাকরি ছাড়তে আমি প্রস্তুত রয়েছি।’

গতকাল বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরের চেকপোস্টে মোবাইল ফোন ট্রে’তে রাখা নিয়ে কঙ্গনার সঙ্গে কুলবিন্দরের তর্ক-বির্তক হয়। একপর্যায়ে তিনি হিমাচলের মান্ডি আসনে জয়ী কঙ্গনাকে চড় মারেন এবং তার বিরুদ্ধে ‘কৃষকদের অসম্মান’ করার অভিযোগ আনেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০২০ সালের কৃষক আন্দোলন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন কঙ্গনা। এ নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। কঙ্গনা মন্তব্য করেছিলেন, দিল্লিজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করা কৃষক আন্দোলনে নারীরা ১০০ টাকার বিনিময়ে অংশ নিয়েছিলেন।

সেই বক্তব্যের জবাব দিয়ে কুলবিন্দর জানান, ওই আন্দোলনে তার মা-ও ছিলেন। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘নারীরা ১০০ টাকায় কৃষক আন্দোলনে গিয়েছিল বলেছিলেন কঙ্গনা, উনি গিয়ে বসবেন ওখানে? আমার মা বসেছিলেন ওখানে। যখন উনি এমন মন্তব্য করছিলেন।’

কে এই কুলবিন্দর কৌর : সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌর কৃষক পরিবারের সন্তান। ২০০৯ সালে তিনি সিআইএসএফে যোগ দেন। ২০২১ সাল থেকে চণ্ডিগড় বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটি গ্রুপ ফোর্সে রয়েছেন। এখন পর্যন্ত বাহিনীতে তার বিরুদ্ধে কোনো সতর্কতামূলক তদন্ত বা শাস্তি হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, কুলবিন্দরের স্বামীও একই বিমানবন্দরে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *