জাতীয়

মালয়েশিয়ায় যেতে না পেরে নদীতে ঝাপ, মেঘনায় মিললো তরুণের মরদেহ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ তানভীর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার (২ জুন) বিকেলে পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনাবাজ এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানভীর (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখউড়া উপজেলার দেবগ্রামের মো. মেরাজ মিয়ার ছেলে।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া যাওয়ার বিমানের ফ্লাইট বাতিল হওয়ার পর গত শুক্রবার (৩১ মে) বিকেলে ট্রেনে করে বাবার সঙ্গে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফিরছিলেন যুবক তানভীর (২০)। ভৈরবের রেলওয়ে সেতু পার হওয়ার সময়ে চলন্ত ট্রেনের দরজা থেকে মেঘনা নদীতে পড়ে যান তিনি। পরে তার বাবা পরবর্তী স্টেশনে নেমে ভৈরবের মেঘনা নদীতে নিখোঁজ সন্তানকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরবর্তীতে নিখোঁজের দুদিন পর রোববার (২ জুন) বিকেলে নরসিংদী জেলার রায়পুরার উপজেলার মেঘনাবাজ এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় তানভীরের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ প্রসঙ্গে ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, নিখোঁজের দুদিন পর নদী থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *