খেলা

মাহমুদউল্লাহর অবসরের প্রশ্নে যা বললেন সাকিব

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ সময় পার করছেন এই মিডল অর্ডার ব্যাটার। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যাটে-বলে পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। ফর্মে থাকলেও তার বয়স বিবেচনায় বলা যায় ক্যারিয়ারের সায়াহ্নে আছেন তিনি। মাহমুদউল্লাহ আর কত দিন বাংলাদেশের জার্সিতে খেলবেন তার উত্তর দিয়েছেন সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ে অবদান ছিল মাহমুদউল্লাহর। ১৩ বলে ১৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন তিনি। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল হারলেও নিজের সেরাটা দিয়েছেন মাহমুদউল্লাহ। তার ২৭ বলে ২০ রানের ইনিংসের কল্যাণে শেষ বল পর্যন্ত ম্যাচে ছিল বাংলাদেশ।

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যাটে-বলে অবদান রেখেছেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে ২১ বলে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। পাশাপাশি বল হাতেও একটি উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। সবমিলিয়ে তিন ম্যাচেই অবদান ছিল তার।

দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, মাহমুদউল্লাহ আর কত দিন বাংলাদেশের হয়ে খেলবেন বলে আপনার মনে হয়? জবাবে সাকিব বলেছেন, ‘যত দিন উনি ফিট থাকেন এবং দলের জন্য পারফর্ম করবেন। আমার বিশ্বাস, মাহমুদউল্লাহ আরও অনেক দিন খেলবেন। তিনি দলের অন্যতম ফিট খেলোয়াড়। খুব ভালো ব্যাটিং করছেন, বোলিংয়েও অবদান রাখছেন।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানের জয়ে বোলারদের বিশেষ কৃতিত্ব দিলেন সাকিব। তিনি বলেছেন, ‘(ম্যাচের) দ্বিতীয় ভাগে (নেদারল্যান্ডসের ইনিংসে) ব্যাটিংয়ের জন্য উইকেট একটু সহজ হয়ে এসেছে বলে মনে হয়। বোলাররা দারুণ করেছে। বিশেষ করে মোস্তাফিজ ও রিশাদ। শেষ ৮ ওভারে তারা যেভাবে বল করেছে, এই ৮ ওভারের মধ্যে তারা ৪ ওভার বোলিং করেছে। রান না দিয়ে সম্ভবত ৪-৫টি উইকেট নিয়েছে। আমার মনে হয় এটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

রিশাদকে নিয়ে সাকিব বলেন, ‘খুবই ভালো করছে। নতুন হিসেবে আমার মনে হয় সে যেভাবে নিজের জাতটা চেনাচ্ছে, সেটা খুবই ভালো। তবে আমি মনে করি, এখানে সবারই অবদান আছে। বিশেষ করে পুরো বোলিং বিভাগেরই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *