আন্তর্জাতিক

মিয়ানমারের গোলায় ৫ চীনা আহত, কড়া প্রতিক্রিয়া

মিয়ানমার থেকে ছোঁড়া গোলা বিস্ফোরিত হয়ে চীনের সীমান্ত এলাকায় ৫জন আহত হয়েছেন। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। বুধবার (৩ জানুয়ারি) চীনের ইউনান প্রদেশের ঝেংক্যান শহরে গোলাটি বিস্ফোরিত হয়। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, মিয়ানমারের লুয়াক্কাই থেকে ছোঁড়া একটি গোলা বিস্ফোরিত হয় সীমান্ত ঘেঁষা ঝেংক্যান শহরে। এতে এ হতাহতের ঘটনা হয়। ধারণা করা হচ্ছে বিদ্রোহীদের লক্ষ্য করে গোলাটি ছুঁড়েছিল সামরিক জান্তা। গোলা বিস্ফোরণের পরপরই সতর্কতা জারি করা হয় এলাকাটিতে।

নেইপিদোর এমন কর্মকাণ্ডে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দ্রুত অঞ্চলটিতে সংঘাত বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীন।

দীর্ঘদিন ধরেই চীন সীমান্তবর্তী মিয়ানমারের ওই অঞ্চলে সক্রিয় রয়েছে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তাদের সাথে সংঘাত চলে আসছে জান্তা বাহিনীর। এর আগে, ২০১৫ সালেও ইউনান প্রদেশে একই কায়দায় গোলার বিস্ফোরণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *