আন্তর্জাতিক

মিয়ানমার সীমান্তে চলাচলের নিষেধাজ্ঞা ভারতের

মিয়ানমারের সাথে সীমান্ত এলাকায় অবাধ চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছে ভারত। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ভারতের স্বার্বভৌমত্ব ও দেশটির নাগরিকদের নিরাপত্তার জন্যই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। চুক্তি অনুযায়ী ভারত ও মিয়ানমারের নাগরিকরা ভিসা এবং পাসপোর্ট ছাড়াই দুই দেশের সীমান্ত এলাকার ১৬ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারতেন। তবে, মিয়ানমারে চলমান জান্তা-বিদ্রোহী সংঘাতের কারণে এবার এই কড়াকড়ি আরোপ করা হলো।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের সাথে ভারতের ১ হাজার ৬শ’ কিলোমিটারের বেশি সীমানা রয়েছে। কয়েকদিনের মধ্যে পুরো সীমান্তে বেড়া দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *