চট্টগ্রামমীরসরাই

মিরসরাইয়ে পানিতে ডুবেছে পাঁচ গ্রাম

মিরসরাইয়ের উপকূলীয় এলাকা ইছাখালী ইউনিয়নের পাঁচটি গ্রামে জলাবদ্ধতার কবলে পড়েছেন কয়েক হাজার মানুষ। উপজেলার গুরুত্বপূর্ণ ইছাখালী খালে একটি বিদেশি শিল্পপ্রতিষ্ঠান বাঁধ দেয়ায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গতকাল মঙ্গলবার এর প্রতিকার চেয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনকে স্মারকলিপি দিয়েছেন তারা।

জানা গেছে, উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি নদী ও খাল দখল হওয়ার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের একটি চাইনিজ শিল্পপ্রতিষ্ঠান স্থানীয় ইছাখালী খালের ভাটি এলাকায় কৃত্রিম বাঁধ দেয়ায় চুনিমিঝিরটেক, নতুন গ্রাম, হাফিজ গ্রাম, জমাদার গ্রাম ও সাহেবদী নগর গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিস্তীর্ণ চরাঞ্চলে অপরিকল্পিতভাবে দিঘি খনন করে মৎস্যঘের তৈরি করায় অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফেনাপুনি, গাছবাড়িয়া, গোভনীয়া, বটতল, করেরহাট ইউনিয়নেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বিষয়টি নিয়ে আমাকে এলাকাবাসী একটি গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *