মিরসরাইয়ে হঠাৎ থেমে গেল ট্রেন
চট্টগ্রামের মিরসরাইয়ে হঠাৎ থেমে গেছে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন ‘মহানগর গোধুলি’।
রবিবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে কর্মকর্তাদের আধা ঘণ্টার চেষ্টায় আবার সচল হলে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরুচ্ছাপা নিলয় নামে এক যুবক জানান, সাধারণত এখানে ট্রেন থামে না। দুপুর ১ টার সময় হঠাৎ একটি ট্রেন থেমে পড়ায় কৌতূহলবসত দেখতে যাই। মুহূর্তে ট্রেন থেকে যাত্রীরা সবাই নেমে পড়ে। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে থেমে গেছে ট্রেনটি। তবে আধঘণ্টা পর পুনরায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল রেলওয়ের সীতাকুণ্ডের সহকারী স্টেশন মাস্টার রাকিব উদ্দিন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধুলি (৭০৪) ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে মিরসরাইয়ের নিজামপুর স্টেশন এলাকায় হঠাৎ থেমে যায়। তবে ট্রেনে থাকা কর্মকর্তাদের আধা ঘণ্টার চেষ্টায় তার সচল হলে দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটি আবারও রওনা হয়।