চট্টগ্রামরাজনীতি

‘মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ’

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, পাকিস্তানিদের অন্যায় অবিচারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন হয়েছে। সেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মুক্তিযোদ্ধা শফিকুর নূর মাওলা বীর প্রতীক হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর নুরুল হুদা, ভুজপুর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, ফটিকছড়ি পৌর মেয়র মো. ইছমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও পেশাজীবিগণ।

সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষা অফিসার হাসানুল কবির ও শিক্ষক পল্লবী খাস্তগীর।

এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগ ও আয়োজনে স্থানীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ২৫ জনকে ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ এবং ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচির আওতায় ৮ ভিক্ষুককে ৮টি ভ্যান গাড়ি বিতরণ করেন।

এসময় সমাজসেবা অফিসার রাজিব আচার্য্যসহ উক্ত অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *