দেশজুড়ে

মেয়ের জামাইকে আনতে হেলিকপ্টার পাঠালেন শ্বশুর।

বিয়েতে মেয়ের বরকে আনতে হেলিকপ্টার পাঠালেন হবু শ্বশুর। মেয়েও শ্বশুর বাড়ি গেলো হেলিকপ্টারে চড়ে। বর-কনের ইচ্ছাতে নয়, কনের বাবার ইচ্ছাতে এমন বিয়ের আয়োজন হয়েছে মাদারীপুরের প্রত্যন্ত অঞ্চলে।

ইতালি প্রবাসী কনে আর জাপান প্রবাসী বরের এই বিয়েকে ঘিরে ছিলো উৎসবমুখর পরিবেশ।

সম্প্রতি মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সানকিরচর গ্রামে বিয়ে করতে আসা বরকে নিয়ে যখন হেলিকপ্টারটি মাঠে নামে তখন সেটি দেখতে শত শত মানুষের ভিড়। হেলিকপ্টার থেকে নেমে আসেন বর নুরুজ্জামান মুন্সি।

অবশ্য নুরুজ্জামান মুন্সি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন হবু শ্বশুরের ইচ্ছায়। ইতালি প্রবাসী হবু শ্বশুর নাজিমউদ্দিন নাদিম বেপারীর ইচ্ছা ছিলো মেয়ের বিয়েতে বর আসবে হেলিকপ্টারে চড়ে। আর হেলিকপ্টারে চড়েই শ্বশুরবাড়ি যাবে কনে। নাজিমউদ্দিন নাদিম বেপারী জানান, দীর্ঘদিন ধরেই তার স্বপ্ন ছিলো- মেয়েকে হেলিকপ্টারে পাঠাবেন শ্বশুরবাড়ি।

বরের বাড়িও একই ইউনিয়নের বাঁশকান্দি গ্রামে। সেখান থেকে বরের আসা আর পরে বধূকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ভাড়া করেন নাজিমউদ্দিন নাদিম বেপারী। বিয়ের এমন আয়োজনে খুশি এলাকার মানুষ।

বর সাবেক ছাত্রলীগ নেতা নুরুজ্জামান মুন্সি চার বছর ধরে জাপানে থাকেন। তিনিও খুশি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসার আয়োজনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *