মেহেরআটি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
পটিয়ায় বটতল ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরআটি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট “মেহের আঁটি প্রিমিয়ার লীগ” এর উদ্বোধন করেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার।
এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক চৌধুরী আবুল কালাম আজাদ। সংবর্ধিত অতিথি ছিলেন দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান কায়সার, ফুলকলি কোম্পানির ব্যবস্থাপক কে এম আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক, দিদার তালুকদার পিংকু, ৯নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম চৌধুরী,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেহের আটি ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন শাবু, সাবেক ইউপি সদস্য নুরুল আলম মাস্টার, জসিম উদ্দিন চৌধুরী, একেএম ফজলুল হক চৌধুরী, সেকান্দার আলী, মোহাম্মদ লোকমান, মোঃ আলমগীর, রোকন উদ্দিন এডভোকেট নূর কাশেম, মুছা হায়দার কোম্পানি, জসিম উদ্দীন চৌধুরী, ইদ্রিস চৌধুরী, সাইফুল ইসলাম, বটতল ফাউন্ডেশন এর সভাপতি একে এম ফজলুল কাদের চৌধুরী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম সাংগঠনিক সম্পাদক মোং রাসেল ক্রীড়া সম্পাদক খুরশেদ, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এম ওমর ফারুক আকাশ প্রমুখ ।
অনুষ্ঠানে চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন, সুস্বাস্থ্যের উত্তম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলা মনকে প্রফুল্ল করে। মাদকসহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখে। মাদককে না বলুন ক্রীড়াকে হ্যাঁ বলুন। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এই এলাকার কোন ছেলে যেন টাকার অভাবে শিক্ষা থেকে ঝরে না যায়, টাকার অভাবে যেন কোন রোগী মারা না যায় সেদিকে নজর রাখতে হবে। আমি আমার অবস্থান যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করব।