দেশজুড়ে

মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক

মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু হয়েছে। মঙ্গলবার (২৮শে মে) সকাল থেকে পুরোপুরি কার্যক্রম শুরু হয়।

ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করায় মোংলা বন্দরকে ১০ নং মহাবিপদ সংকেত থেকে নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত ৩ দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে মোংলা বন্দর তাদের নিজস্ব অ্যালার্ট ৪ নং থেকে ১ নং এ নামিয়ে বন্দরের পণ্য উঠা নামার কাজ শুরু করেছে।

বন্দরের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান মুন্সি গণমাধ্যমকে জানান, বন্দর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজসমূহ নিরাপদে রয়েছে। জেটি এরিয়ায় সংরক্ষিত শেড, ওয়্যার হাউজ এবং ইয়ার্ডে রাখা গাড়ি, মেশিনারিজ ও কন্টেইনারগুলো নিরাপদে রয়েছে। বন্দর জেটিতে অপারেশনাল কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।বাতাসের বেগ কিছুটা তীব্র এবং নদী উত্তাল থাকার কারণে মোংলা বন্দরের ভিটিএমআইএস এর মাধ্যমে চ্যানেলের নৌযানসমূহকে নিরাপদে থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে। পর্যাপ্ত প্রস্তুতি ও নিরাপত্তার কারণে মোংলা বন্দর ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে।

এর আগে আবহাওয়া অফিস মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করলে সেখানে পণ্য উঠানামার কাজ বন্ধ রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *