ম্যাজিস্ট্রেট আসায় নির্বাচনী সভা ভেস্তে গেল
স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের নিয়ে নিজের বাড়ির উঠানে নির্বাচনী সভা আয়োজন করেছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। তবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হঠাৎ সভাস্থলে উপস্থিত হন। এতে করে নির্বাচনী এ সভা ভেস্তে গেছে।
বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বাড়ির উঠানে এই সভা আয়োজন করা হয়েছিল।
সভা উপলক্ষে গতকাল বিকেল থেকে সেখানে নেতা–কর্মীরা ভিড় করেন। বাইরে প্যান্ডেল এবং মাইক লাগিয়ে মঞ্চ তৈরি করা হয়েছিল। নেতা–কর্মীরা চেয়ারে বসে সভা শুরুর অপেক্ষায় ছিলেন। ম্যাজিস্ট্রেট যখন সেখানে গিয়ে উপস্থিত হন তখন মোস্তাফিজুর রহমান ঘরের ভেতর ছিলেন বলে জানা গেছে। মোস্তাফিজুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগে এ ধরনের সভা আচরণবিধির লঙ্ঘন। তাই খবর পেয়ে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী উপস্থিত হন ঘটনাস্থলে। তিনি যাওয়ার পর সভা মঞ্চ ও প্যান্ডেলের বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট সেখানে মানুষের জমায়ে দেখে তিনি তাঁদেরকে সেখান থেকে চলে যেতে বলেন।
ঘটনাটির সতত্য নিশ্চিত করলেও এ নিয়ে বক্তব্য দিতে রাজি হননি ম্যাজিস্ট্রেট আবদুল খালেক।