চট্টগ্রাম

যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি, কর্ণফুলীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলীতে ফায়ার সার্ভিসের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বিল ভাউচার ব্যতীত খোলা ডিজেল বিক্রি করার অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোসবার (১৫ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

অভিযানে নিয়ম ভঙ্গের কারণে চরলক্ষ্যার সৈন্যেরটেক এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা, মা বাবা এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা, আমেনা স্টোর কে ১০ হাজার টাকা ও ডিলিং লাইসেন্স ব্যতীত নিত্য প্রয়োজনীয় পণ্য টায়ার, পাইপ, গ্লাস ও স্যানিটারি পণ্য বিক্রির দায়ে মেসার্স মাহাবুব এন্ড সন্স কে ৩ হাজার টাকাসহ মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়৷

প্রশাসন বলছে নিয়ম অনুযায়ী, গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুত করতে ফায়ার সার্ভিসের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধানও রয়েছে। কিন্তু এ নিয়ম এখানে মানা হচ্ছে না। ফলে বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *