চট্টগ্রাম

যানবাহন থেকে চাঁদাবাজির সময় গ্রেফতার ৭

চট্টগ্রামের মীরসরাইয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় সাত চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার খাগড়াছড়ি মহাসড়ক এবং পুরাতন বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাতজন হলেন- মো. সোহেল (৩৩), ইসমাইল হাওলাদার (৫০), মো. মাইন উদ্দিন (৩১), শামসুদ্দীন মিয়া (৩৭), মো. ইলিয়াস (৪৫), জাহিদ হাসান (২৫) ও মো. রহিম (২৪)।

র‍্যাব জানায়, মীরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকার খাগড়াছড়ি মহাসড়ক এবং পুরাতন বিশ্ব রোডে চলাচল করা বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন তারা। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৩০৫ টাকা ও সাতটি চাঁদার রশিদ জব্দ করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, ঈদকে কেন্দ্র করে তারা মহাসড়কসহ রাস্তার বিভিন্ন পয়েন্টে ভূয়া টোকেনের মাধ্যমে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিলেন। প্রতিদিন সকালে ও বিকেলে দুই শিফটে তারা রাস্তায় চলাচল করা পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশা থেকে ১৫ থেকে ২০ টাকা করে চাঁদা উত্তোলন করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদার সিংহভাগ তাদের পারিশ্রমিক এবং অবশিষ্ট টাকা বিভিন্ন মহলে দেওয়া হয় বলে তারা জানিয়েছে।

তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *