যুক্তরাজ্যে গুজব ছড়িয়ে মসজিদে হামলা, পুলিশভ্যানে আগুন
যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে গত সোমবার (২৯ জুলাই) ছুরি হামলায় দুই শিশু নিহত হয়।
সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে ছয় থেকে ১০ বছরের শিশুদের জন্য টেইলর সুইফট ইয়োগা ও নাচের এক কর্মশালার আয়োজন করা হয়।
হামলাকারী তরুণকে ইতোমধ্যে গ্রেপ্তার করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে শহরে গুজব ছড়িয়ে পড়ে যে হামলাকারী ওই তরুণ মুসলিম।
এই নিহতদের জন্য আজ এক স্মরণসভার আয়োজন করা হয়। সেই স্মরণসভার ঘণ্টা খানেক পর কাছের একটি মসজিদের হামলা চালায় উত্তেজিত জনতা।
হামলা ঠেকাতে গিয়ে এলাকাটিতে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। এই সময় আহত হয়েছেন ব্রিটেন পুলিশের অন্তত ৫০ জন কর্মকর্তা ও সদস্য। তাদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক। এই সময় পুলিশের একটি গাড়িতে আগুনদের দাঙ্গাকারীরা।
এই দাঙ্গাকারীরা ইংলিশ ডিফেন্স লিগ নামের একটি উগ্র ডানপন্থি রাজনৈতিক দলের কর্মী-সদস্য। এই দলটি এর আগেও মুসলিমদের লক্ষ্য করে একাধিকবার হামলা করেছে বলে উল্লেখ রয়েছে পুলিশের রেকর্ডে।