যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষক দল ঢাকায় অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর যৌথ দলটি শনিবার ঢাকায় পৌঁছেছে। এনডিআই-আইআরআই-এর একটি যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
৭ জানুয়ারি নির্বাচনের আগের পরিস্থিতি, ভোটের দিন এবং ভোট পরবর্তী সম্ভাব্য সহিংস পরিস্থিতির দিকে নজর রাখবে এই কারিগরি দল। তারা পরিস্থিতির মূল্যায়ন করে বাংলাদেশকে গঠনমূলক সুপারিশ করবে।
পর্যবেক্ষকদলের ১২জন সদস্য বাংলাদেশে আসার কথা রয়েছে। এর মধ্যে পাঁচজন দীর্ঘমেয়াদী বিশ্লেষক। এই পাঁচজন ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। তারা ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। বিভিন্ন ধরনের নির্বাচনি সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন তারা।
তাদের কারিগরি মূল্যায়নের বিষয়বস্তু হবে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সহিংসতা, আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইন হয়রানি ও হুমকি ইত্যাদি। সেইসঙ্গে এ ধরনের সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকাও মূল্যায়ন করবেন তারা। নির্বাচনি প্রক্রিয়ার পর দলটি ভবিষ্যত নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনি সহিংসতার উপর একটি কারিগরি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে।
এর আগে, আইআরআই ও এনডিআই-এর ছয় সদস্যের যৌথ প্রাক নির্বাচন মূল্যায়ন মিশন ৮ থেকে ১২ অক্টোবর ঢাকা সফর করে। তারা দেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সুশীল সমাজসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করে। দেশে ফিরে তারা নিজ নিজ ওয়েবসাইটে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে তারা আসন্ন জাতীয় নির্বাচনকে একটি লিটমাস টেস্ট বলে অভিহিত করে। বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন সামনে রেখে পাঁচটি পরামর্শ দেয় যৌথ প্রতিনিধিদলটি। পরামর্শে মূলত সংলাপ এবং মধ্যপন্থা অবলম্বনের আহ্বান জানানো হয়। এর পরে গত মাসে সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তবে আওয়ামী লীগ অর্থবহ সংলাপের সময় শেষ বলে সংলাপের সম্ভাবনা নাকচ করে দেয়।