বিনোদন

যেখানেই যাই লোকজন বলে ‘শিমুল কই’

‘অসময় আমার জন্য সুসময় নিয়ে এসেছে’ বেশ আনন্দের সঙ্গেই বাক্যটি ছুড়ে দিলেন লামিমা লাম। সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম অসময়। এই সিরিজে লামিমা অভিনয় করেছেন ইশরাত চরিত্রে। ওয়েব সিরিজে উর্বী নামের একজন নতুন সহপাঠীর সঙ্গে ইশরাতের পরিচয় ও এরপরের গল্পে অনেকটাই সম্মিলিত। গল্পে যুক্ত হয়েছেন শিমুল। ‘অসময়’ প্রসঙ্গে একবাক্যে নিজের অনুভূতি প্রকাশ করলেন সময়ের আলোচিত অভিনেত্রী।

এই ওয়েব সিরিজের অভিনয়েও বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন লামিমা লাম। বললেন, ‘আমি ফেসবুক খুললেই দেখছি অসময় নিয়ে কথা বলছেন, বেশ ভালো লাগছে। সবাই এই সিরিজটি পছন্দ করছেন। কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও দেখছি। সবকিছুর ভালোমন্দ দুটো দিকই মানুষ দেখতে পায় এটাই স্বাভাবিক। তারপরেও এত প্রতিক্রিয়া পাব ভাবতেই পারিনি। আসলে অসময় ওয়েব সিরিজটি আমাদের জন্য সুসময় নিয়ে এসেছে বলা যায়।’

ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের মতো অসময়েও লামিমা ও শিমুল জুটি হয়েছেন। এর কারণ হিসেবে বললেন, ‘আমি ও শিমুল ভাইয়ার জুটি মানুষ বেশ পছন্দ করে। তাই অমি ভাইয়া আমাদের দুজনকে জুটি করে বেশ কয়েকটি কাজ করেছেন। সর্বশেষ বিদেশ নাটকেও আমরা জুটি হয়েছি। এটাও মানুষ পছন্দ করেছে।’

লামিমা মিম পর্দায় কাজ করেন শিমুলের সঙ্গে, কিন্তু বাস্তবে এর রেশ থেকে যায়। যেখানেই যান ভক্তরা লামিমা মিমের সঙ্গে শিমুলকে খোঁজেন। এ বিষয়ে লামিমা বললেন, ‘আসলে ব্যাচেলর পয়েন্ট এমন একটি কাজ যার মাধ্যমে আমার পরিচয় তৈরি হয়েছে। এই ধারাবাহিকের চরিত্রগুলো দর্শকরা এত আপন করে নিয়েছে তা বাইরে গেলেই বুঝতে পারি। ধরেন, শপিং করতে গেলাম, লোকজন বলছে শিমুল আসেনি। আমি বলি শিমুল তো আমার সঙ্গে থাকে না। লোকজনের ধারণা শিমুল ও আমি সবসময় একসঙ্গেই চলাফেরা করি।’

বিষয়টি বেশ উপভোগও করেন তিনি। লামিমা লামের পরিচয়টা ব্যাচেলর পয়েন্টের মাধ্যমেই ছড়িয়ে পড়ে। কিন্তু এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হলেন কীভাবে? অভিনেত্রী বললেন, ‘আমি তো নোয়াখালীতে ছিলাম। সেটা ২০২০ সালের দিকের ঘটনা। শিমুল ভাইয়া একদিন আমাকে বললেন, আপনি তো নোয়াখালীর ভাষায় কথা বলতে পারেন, আপনি একটা অডিশন ভিডিও পাঠাতে পারেন। আমি ভিডিও পাঠালাম। সিলেক্ট হয়ে যাব ভাবতে পারিনি। সিলেক্ট হয়ে গেলাম, এরপর তো তিনটা সিজন করে ফেললাম। এখন অন্যান্য কাজও করছি।’

সম্প্রতি লামিমা লামের প্রাইভেট হুজুর নামের একটি নাটক মুক্তি পেয়েছে। এই নাটকে তিনি একজন হুজুরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। জিয়াউদ্দিন আলম পরিচালিত ইতিমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে নাটকটি মাত্র একদিনে ১০ লাখ স্ট্রিম হয়েছে। লামিমা লাম বললেন, ‘আমি বাইরের কাজও করি। এরমধ্যে সম্প্রতি মুক্তি পাওয়া প্রাইভেট হুজুর নাটকটি মানুষ গ্রহণ করেছে। নানা রকম মন্তব্য পাচ্ছি।’

লামিমা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শেষ বর্ষে পড়ছেন। শোবিজে ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনাতেও মনোযোগী তিনি। শোবিজের ঝলমলে দুনিয়ায় পা দিয়েছেন চার বছর হলো, এরমধ্যে কোনো তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়নি তাকে। এ প্রসঙ্গে লামিমা বললেন, ‘মিডিয়াতে নানারকম কথাই আমি শুনি। কিন্তু আমি এমন কোনো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হইনি।

আসলে আমি আমার মেন্টর কাজল আরেফিন অমি ভাইয়ের কাছে সব বিষয়ে পরামর্শ নিয়ে চলি, হয়তো এ কারণেই কোনো ঝামেলায় পড়িনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *