খেলা

যে কারণে স্পেনের বিপক্ষে পেনাল্টি পায়নি জার্মানি

২০১৪ সালের বিশ্বকাপ আর ২০১৭ সালের কনফেডারেশন্স কাপের পর নতুন কোনো শিরোপা আসেনি জার্মানির ঝুলিতে। দলকে সেমিফাইনালে দেখার আশায় আরেকবার স্টুটগার্টে জড়ো হয়েছিলেন সমর্থকরা। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মিনিটে মিকেল মেরিনোর গোলে জার্মানির স্বপ্নভঙ্গ করে স্পেন। আরো একবার নকআউট পর্বে বিদায়।

ইউরো-২০২৪ এর কোয়ার্টার ফাইনালের ম্যাচে জার্মানির হার আর টনি ক্রুসের বিদায়ের সঙ্গে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে জার্মানির পেনাল্টি না পাওয়ার ঘটনা। ম্যাচের ১০৫ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা। দুর্দান্ত সেই শট দিক পরিবর্তন করে স্প্যানিশ লেফটব্যাক মার্ক কুকুরেয়ার হাতে লেগে যায়।

মুসিয়ালার শট কুকুরেয়ার হাতে লেগেছে সেটা নিশ্চিত ছিল। তবু রেফারি অ্যান্থনি টেইলর পেনাল্টি আবেদন নাকচ করেছেন। ভিএআর রুম থেকে রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েলও ব্যাপারটি পরীক্ষা-নিরীক্ষা করে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত দেন। স্বাভাবিকভাবেই এমন এক ঘটনার পর প্রশ্ন উঠেছে ঠিক কী কারণে স্পটকিক পেল না জার্মানি। যে সময়ে পেনাল্টি পেলে হয়ত বদলে যেতে পারতো ম্যাচের ফল।

উয়েফার নির্ধারিত নিয়মের কারণেই পেনাল্টি সিদ্ধান্ত দেয়া থেকে বিরত থেকেছেন ভিএআর রেফারি।

যা বলছে উয়েফার নিয়ম

উয়েফার নিয়ম অনুযায়ী, হাত যদি উপরে তোলা অবস্থায় থাকে আর সেটা বলের গতিপথে বাধা সৃষ্টি করে তাহলে রেফারি কিংবা ভিএআর সেটাকে পেনাল্টি হিসেবে বিবেচনা করবে। তবে কুকুরেল্লার ক্ষেত্রে অবশ্য ঘটেছে ভিন্ন কাহিনী। বল যখন স্প্যানিশ এই ডিফেন্ডারের হাতে গিয়ে লাগে তখন তার হাতটি নিচের দিকে নামানো ছিল। আর ঠিক এমনই এক সিচুয়েশনের ব্যাপারে আগে থেকেই ট্রেনিং নিয়ে রেখেছিকেন উয়েফার রেফারিরা।

এখানে অবশ্য আরো একটি দিক রয়েছে আলোচনার জন্য। একজন ডিফেন্ডার দাঁড়িয়ে থাকা অবস্থায় বল তার শরীরের পাশ দিয়ে হাতে লাগলে এবং সেই হাত যদি খাড়া বা উলম্ব অবস্থানে থাকে ও হাতটি শরীরের (বডিলাইন) পেছনে থাকলে সেটি পেনাল্টি দেওয়া উচিত হবে না। কুকুরেয়ার হাত কিন্তু তার বডিলাইনের পেছনেই ছিল।

এছড়া ইউরো শুরুর আগে উয়েফার রেফারিদের প্রধান রোবের্তো রোসেত্তি কিছু নির্দিষ্ট উদাহরণ দেখিয়ে পেনাল্টির ব্যাপারে নির্দেশনা দিয়ে রেখেছিলেন। ডিফেন্ডারের হাত নিচে থাকা অবস্থায় হ্যান্ডবল হলে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *