খেলা

রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব

সকাল থেকেই শুরু হয়েছিল অনুশীলন। সাকিব আল হাসান ছিলেন না তখন।

তাকে ছাড়াই শুরু হয় দলের অনুশীলন। সাকিব তখন ছিলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এখানে অবশ্য অনুশীলন করেননি তিনি।
রংপুর রাইডার্সের অনুশীলন শেষ হওয়ার দেড় ঘণ্টা পর দলের সঙ্গে যোগ দেন সাকিব। রংপুরের নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছেন তিনি।

সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে বেশ আলোচিত নাম সাকিব। সাকিবের নামের সঙ্গে এখন সাথে যোগ হয়েছে নতুন ‘রাজনীতিবিদ’ পরিচয়ও।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঠিক পরেরদিন (৮ জানুয়ারি) মিরপুরে অনুশীলন করেছিলেন সাকিব।

মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিজের ছোটবেলার কোচ নাজমূল আবেদীনের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলন করেন। সাকিবের সঙ্গে ছিলেন বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম ও মোজাদ্দেদ আলফা, ট্রেনার তুষার কান্তি হালদার ও চিকিৎসক মনজুর হোসাইন।

রংপুরের অনুশীলন শুরু হয়েছে স্ট্রেচিং দিয়ে। এরপরে চলেছে গা-গরমের ফুটবল ম্যাচ। এরপর ক্রিকেটারদের মনোযোগ ছিল ফিল্ডিং অনুশীলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *