রাউজানে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় মো. আবু তৈয়ব (৪০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) রাত ১০টান দিকে পৌরসভার জলিলনগর মাইক্রোবাস স্টেশনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তৈয়ব পার্বত্য রাঙামাটি জেলার বেতবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোদার পাড় এলাকার প্রয়াত সায়ের মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, বুধবার রাত ১০ টায় জলিল নগরের মাইক্রো স্টেশন সংলগ্ন গ্যারেজে তার অটোরিকশাটি মেরামত করতে দিয়ে চা খেতে যান আবু তৈয়ব। চা খেয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বালুবাহী ট্রাকের ধাক্কায় (চট্ট মেট্রো-ড-১১-১৮৯৪) ঘটনাস্থলেই প্রাণ হারান তৈয়ব। খবর পেয়ে রাউজান হাইওয়ে থানা ও রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার আগেই আবু তৈয়বের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নন্দন দাশগুপ্ত।
এদিকে স্বামীর মৃত্যুর সংবাদে ছুটে আসেন নিহতের স্ত্রী লাভলী আকতার ও ছেলে রাফিসহ আত্মীয়-স্বজনেরা। তাদের আজাহারিতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ। বাবাকে চাপা দেওয়া ট্রাকচলকের শাস্তি দাবি করেছেন নিহতের ছেলে রাফি।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।