রাজনীতি

রাঙামাটিতে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে জেলা ছাত্রলীগ সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর।

এতে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শাহেদ খান, ইবনুল এম হাসান, উপ সাংস্কৃতিক সম্পাদক শিবলী হাসান জয়, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান কিরন, উপ ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমির হোসেন খসরুসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে জাতীয় সংগীত ও বেলুনসহ কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং দেশের বিভিন্ন স্বাধিকার আন্দোলন সংগ্রামে নিহত বীর শহিদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *