চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই টিলা নামক স্থানে পাহাড় ধসে সড়কের ওপর বিশাল মাটির খণ্ড পড়ে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এই ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। সড়কের দুই পাশে আটকে পড়েছে যানবাহন। পাহাড় ধসের সংবাদ পাওয়ার পরপরই ভোর থেকে সড়কের মাটি সরানোরকাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করার কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক হতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *