পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে র‍্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় র‍্যালী ও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

সভার শুরুতে পরিবেশ নিয়ে জনসচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম মান্না।

এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহেদুল ইসলাম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।

আলোচনা সভার আগে শহরের হ্যাপিড় মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *