চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

রাঙামাটিতে অস্বাভাবিক দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে শহরের বনরূপা বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই পেঁয়াজ ব্যবসায়ী গুদামে অভিযান চালিয়ে পেঁয়াজ পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জেয়ারদার জানান, ভারতের হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। ১১০ টাকার পেঁয়াজের হঠাৎ একদিনের এক লাফে ২০০ টাকা ছাড়িয়ে যায়। এতে সাধারণ ভোক্তাদের মনে দেখা দিয়েছিল চরম উৎকণ্ঠা।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ মজুদ থাকার পরও তারা দাম বাড়িয়েছে। তাই মো. রাসেলকে ১০ হাজার টাকা এবং মো. আমির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুরনো পেঁয়াজ পূর্বের দামে বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। নতুন পেঁয়াজ নতুন দামে বিক্রি করবে ব্যবসায়ীরা।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, যদি কোনো পেঁয়াজ ব্যবসায়ী বেশি দামে বিক্রি করে তাহলে অভিযোগ জানাবেন। বেশি দামে বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর কিছুটা কম দামে পেঁয়াজ কিনতে পেরে সন্তুটির কথা জানান ক্রেতারা। পেঁয়াজ ক্রেতা মো. সাজ্জাদ হোসেন বলেন, এসব অসাধু ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষ কষ্ট পায়। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও মোবাইল কোর্ট পরিচালনা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *