পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ১৭

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে চেলছড়া গ্রামে একটি জিপ গাড়ি দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চেলছড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সইলমং মার্মা (৩০), উমেচিং মার্মা (৩০), মাউ চিং মার্মা (১৫), প্রাউথুমা মার্মা (৪৫), নাইসাই মার্মা (৫০), চিসাং মার্মা (৩১), ক্যাসাই মার্মা (৪৫), থুইচাউ মার্মা (৪০), চিংসংমং মার্মা (২৮), রক্যচিং মার্মা (২৫), সুমাচিং মার্মা (২১), মাসাথুই মার্মা (৬০), হডিয়ংথুই মার্মা (৫০), উকোচিং মার্মা (৩৮,) ত্রিসামং মার্মা (৩১), কোচিং মার্মা (৩১)।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ক্যাচাই মার্মা বলেন, কাউখালী কচুখালী নিচপাড়া থেকে বড়ইছড়ি লিচুবাগানে বিয়ে খাওয়ার জন্য ৪০ জন যাত্রী নিয়ে জিপ গাড়িটি রওনা দেয়। পথিমধ্যে ঘাগড়া চেলছড়া এলাকায় পৌঁছালে জিপ গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।

আরেক প্রত্যক্ষদর্শী পাইচামং মার্মা বলেন, আমরা ৪টি জিপ, ২টি মাইক্রো ও ১টি মাহেন্দ্রা গাড়িসহ কাউখালী থেকে বড়ইছড়ি লিচু বাগানে বিয়ে খাওয়ার জন্য যাচ্ছিলাম। পথে ১টি জিপগাড়ি দুর্ঘটনা কবলিত হয়। তিনি আরও বলেন, যে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেই গাড়িতে ড্রাইভার ছিলনা। হেলপার গাড়ি চালিয়ে যাচ্ছিল।

ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন বলেন, আমার ইউনিয়নে ঘাগড়া চেলছড়া গ্রামে জিপগাড়ি দুর্ঘটনার খবর শুনে স্পটে যায় এবং আহতদের নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর বলেন, জিপ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ১৭ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *