পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটির ১৮ কেন্দ্রে ভোটের সরঞ্জাম যাচ্ছে হেলিকপ্টারে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনের দুর্গম ‘হেলিসর্টি’ কেন্দ্রের ভোটের সরঞ্জাম ও লোকবল হেলিকপ্টারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে জেলার ‘হলিসর্টি’ ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়।

নির্বাচনের দিন ভোটাররা পাহাড় ডিঙ্গিয়ে কোন রকমে এসব ভোটকেন্দ্রে পৌঁছাতে পারলেও ভোটের কাজে নিয়োজিত লোকজনদের যেতে হয় একদিন আগেই। এসব কেন্দ্রের বেশিরভাগই মোবাইল নেটওয়ার্কের বাইরে, ফলে ফলাফলও পেতে দেরি হয়।

এর মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ছয়টি, বরকল উপজেলায় দুটি, জুরাছড়ি উপজেলায় সাতটি ও বিলাইছড়ি উপজেলায় তিনটি ‘হেলিসর্টি’ ভোটকেন্দ্র রয়েছে। এই ১৮টি ‘হেলিসর্টি’ কেন্দ্রের মোট ভোটার ২৩ হাজার ৬৩৮ জন। রাঙামাটির দশ উপজেলায় একটি মাত্র আসনে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন।

রাঙামাটিতে ভোটের মাঠে আছেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির শাহ মো. মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *