রাঙ্গুনিয়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, জরিমানা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে দুই মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, “লিচুবাগান এলাকায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে তদারকিতে নামে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অধিক মূল্যে পেয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রর্দশন না করা, মোড়কবিহীন ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একই অভিযোগে গত রোববার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীরহাটে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন বলেন, পেঁয়াজের অতিরিক্ত মূল্য আদায় নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।