চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার দুপুরে রাঙ্গুনিয়া থানার পারুয়া এলাকার পাহাড়ি ছিড়াটিলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতাররা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ইউসুফপুর গ্রামের নুর হোসেন মুন্সির ছেলে মো. শাকিল হোসেন (২৭), চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কোদালা গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে মো. ফারুক (২২) এবং রাউজান থানার ইউসুফ আলী চৌকিদার বাড়ির মো. মফিজের ছেলে মো. আরিফ (২২)।

অভিযানে তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, এসএস পাইপ ও সাইকেলের প্যাডেলের চাকতি দিয়ে বিশেষভাবে তৈরি ৪টি দেশীয় অস্ত্র, ৪৪ বোতল ফেনসিডিল, ১৮০ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও মাদক আস্তানার নিরাপত্তার কাজে ব্যবহৃত ৩টি সিসি ক্যামেরা এবং বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।

গ্রেফতার শাকিলের বিরুদ্ধে চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় চুরি, নাশকতা, হত্যাচেষ্টা এবং মাদকসহ ৯টি মামলা এবং আরিফের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গামটির চন্দ্রঘোনা থানায় দুইটি মাদক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানার পারুয়া এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অনেক দূর থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ওই এলাকায় আসা লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা। এজন্য সন্ত্রাসীদের আস্তানায় যেতে বিশেষ কৌশলে পাহাড়ের মধ্য দিয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তিন সন্ত্রাসীকে গ্রেফতার করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *