চট্টগ্রামরাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় মার্কেটে হামলা ও লুটপাটের অভিযোগ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজারহাট এলাকায় ‘রুবেল সুপার মার্কেট’ নামে একটি মার্কেটে হামলা ও লুটপাটের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িতরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের অনুসারী বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী মোরশেদ মঞ্জুর।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে মোরশেদ অভিযোগ করে বলেন, ‘অনেক বছর ধরে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট এলাকায় রুবেল সুপার মার্কেট সুনামের সাথে ব্যবসা করে আসছে। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় কিছু সন্ত্রাসী নানা সময়ে চাঁদা আদায় করে। তারা মার্কেট ভেঙে দেওয়ার হুমকিও দিয়ে আসছিল।’

তিনি বলেন, ‘‘৫ আগস্ট রাতের আঁধারে সুযোগসন্ধানী সন্ত্রাসী আইয়ুব, মহিউদ্দিন, পারভেজ ও লিটনের নেতৃত্বে একটি চক্র রুবেল সুপার মার্কেট ভাঙচুর করে। এ সময় লতিফা বাহদুর ফ্রেবিক্স নামে দোকান থেকে টাকা, কাপড় ও দুটি আইফোন লুট হয়। দোকানিরা সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গেলে সন্ত্রাসীরা বলতে থাকে ‘আওয়ামী লীগ এখনো মরে যায়নি। এখানে আমরাই থাকব’। এমন নানা কথা বলে হামলা চালায়।’’

রুবেলের অভিযোগ, ওই ঘটনায় তার মা বাদী হয়ে আদালতে মামলা করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *