‘রাজকীয়’ যানজট, সীমাহীন ভোগান্তি
সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া এখন চট্টগ্রামে। নগরের মোহরা কালুরঘাট এলাকায় একটি সুইডিশ প্রকল্প পরিদর্শন এবং সার্সন রোডে এশিয়ান ওমেন ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা। তাঁর চলাচল ঘিরে নগরের টাইগারপাস, ওয়াসা, দুই নম্বর গেট, মুরাদপুর, জিইসি মোড়সহ আশপাশের এলাকায় ‘রাজকীয়’ যানজটের সৃষ্টি হয়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন নগরবাসী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ বলেন, ‘সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া চট্টগ্রামে এসেছেন। নগরের কালুরঘাট এবং সার্সন রোডে এশিয়ান ওমেন ইউনিভার্সিটির আলাদা দুটি অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন। তাঁর যাতায়াতের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। ইফতারের আগে আশাকরি যান চলাচল স্বাভাবিক হবে।’
যানজটে বাসে বসতে বসতে বিরক্ত যাত্রী হুমায়রা বলেন, ‘বিকেল ৩টার দিকে বহদ্দারহাট যাওয়ার কথা। সেই ২টার দিকে বারেক বিল্ডিং থেকে বাসে উঠে এখন সাড়ে ৩টা বাজে। এখনো দেওয়ানহাটই পার হতে পারিনি। পুরো রাস্তায় জ্যাম। মনে হচ্ছে ইফতারটা রাস্তাতেই করা লাগবে।’
১০ নম্বর রুটের বাসচালক মো. হাসান বলেন, ‘যেখানে ঘণ্টায় কম করে হলে ২টা ট্রিপ দিতে পারি, আজকে একটাও শেষ করতে পারিনি। রাস্তার যে অবস্থা আজকে আর বিকেলের ট্রিপ (পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতের বাস) মারতে পারবো না। কেন যে এতো জ্যাম জানি না। জানলে বাস নিয়ে বেরই হতাম না।’
যানজট প্রসঙ্গে জিইসি মোড়ে কথা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের টিআই (অ্যাডমিন) মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে। তিনি সিভয়েস২৪-কে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে পর্যাপ্ত প্রটোকল অনুসরণ করার জন্য। সেজন্য রাজকীয় অতিথিকে সম্মান দিতে গিয়ে সবার একটু কষ্ট হচ্ছে।’
বন্ধ ছিল ফেরি চলাচল, বেড়ে গেছে গাড়িভাড়া
এদিকে সরেজমিনে দেখা যায়, রাজকন্যার আগমনকে ঘিরে কালুরঘাটে নদীতে বন্ধ ছিল ফেরি চলাচল। সকাল থেকে বন্ধ থাকায় জনভোগান্তিতে পড়ে বোয়োলখালী ও কালুরঘাট এলাকার সাধারণ মানুষ। এছাড়া চাহিদার তুলনায় নৌকার সংখ্যা কম থাকায় দীর্ঘসময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় রোজাদারসহ হাজারো মানুষকে।
বোয়াখালী থেকে আসা পাথারঘাটা এলাকার বাসিন্দা শান্ত চোধুরী বলেন, ‘আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর নৌকা করে নদী পার হতে হয়েছে। এখন দেখছি সড়কে কোনো গাড়ি নেই। রোজা রেখে এই দুর্ভোগ সহ্য হচ্ছে না।’
অন্যদিকে, দুপুর সাড়ে ৩টার দিকে কালুরঘাট জেলেপাড়া থেকে সুইডেনের রাজকন্যার গাড়িবহর চলে যাওয়ার পর বেড়ে যায় গণপরিবহনের ভাড়া। ১০ টাকার টমটম ভাড়া হয়ে যায় ২০ টাকা। এ সময় মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন শহিদুল আলম। তিনি বলেন, ‘ইফতারের আগে ৫টায় ডাক্তারের সিরিয়াল ছিল। দুপুর আড়াইটা থেকে কাপ্তাই রাস্তার মাথায় দাঁড়িয়ে আছি। এখন রাজকন্যা যাওয়ার পর পুলিশ গাড়ি ছেড়ে দেওয়ার পর ২০০ টাকার সিএনজি অটোরিকশা ভাড়া হয়ে গেছে ৫০০ টাকা।’
উল্লেখ্য, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদের। সোমবার (১৮ মার্চ) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।