জাতীয়রাজনীতি

রাজপথের মতো সংসদেও ভূমিকা রাখব: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, রাজপথের মতো সংসদেও আগের মতোই ভূমিকা রাখব।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

সুমন বলেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেব।

এসব কাজে কী চ্যালেঞ্জ থাকবে জানতে চাইলে তিনি বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা-দুইটা না। বাংলাদেশে কাজ তো কেউই করতে চায় না। তারপরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে তাহলে আমি অনেকটা পাড়ি দিতে পারবো।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, পাঁচ বছরের জন্য আমি এমপি। আমি খারাপ করলে লোকজন আমাকে আবার বিদায় করে দেবে। আর আমার ব্যারিস্টার শব্দটা কিন্তু যাবে না, এটা মরার আগ পর্যন্ত থাকবে।

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়িসহ চালক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *