রানী-মোহন গুণীজন সম্মাননা দেওয়া হবে ২ মার্চ
এবার ‘রানী-মোহন গুণীজন সম্মাননা’পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন। পুরস্কার হিসেবে প্রত্যেকে পাবেন সম্মাননা স্মারক, উত্তরীয় ও ৫০ হাজার টাকা।
আগামী ২ মার্চ বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আনুষ্ঠানিকভাবে পদক দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন রানী-মোহন গুণীজন সম্মাননা পরিষদের সদস্যসচিব ছড়াকার অপু বড়ুয়া।
তিনি জানান, সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। এতে প্রধান অতিথি থাকবেন বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি এবং সভাপতিত্ব করবেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম।