পার্বত্য চট্টগ্রাম

রামগড়ে ভারতীয় আতশবাজিসহ গ্রেপ্তার ২

খাগড়াছড়ির রামগড়ে ৯০০ প্যাকেট ভারতীয় আতশবাজি ও পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ জুন) ভোররাতে রামগড় বাজারের পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আব্দুল মমিন প্রকাশ আবু (২৬), ও মো. রুবেল (২৬)।

রামগড় থানার উপ-পরিদর্শক মহসিন মোস্তফা বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *