রামগড়ে স্বর্ণ প্রক্রিয়াজাতকরণ রাসায়নিক উদ্ধার
খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণ প্রক্রিয়াজাতকরণ কাজে ব্যবহৃত ৪০ কেজি রাসায়নিক ‘টার্ট বুটাইল হাইড্রোপারক্সাইড’ উদ্ধার করেছে বিজিবি রামগড় ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (১৪ জুন) মধ্যরাতে রামগড় কাঁশিবাড়ি বিওপি অধীনস্ত মন্দির ঘাট নামক স্থান হতে এসব রাসায়নিক উদ্ধার করা হয়।
জানা গেছে, এসব রাসায়নিক স্বর্ণ প্রক্রিয়াজাতকরণ, ডাইং ইন্ডাস্ট্রি, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, ওয়াটার ট্রিটমেন্টে সহ বাথরুম পরিষ্কার, কাপড় ধোয়াসহ নানান কাজে ব্যবহার হলেও সঠিকভাবে সঠিক তাপমাত্রায় এটি ব্যবহার না করলে বিপজ্জনক হতে পারে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মন্দির ঘাট এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযান চালিয়ে ৪০ কেজি ‘টার্ট বুটাইল হাইড্রোপারক্সাইড’ রাসায়নিক দ্রব্য উদ্ধার করে। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪১ হাজার টাকা।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, উদ্ধারকৃত এসব রাসায়নিক রামগড় থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধিসহ যে কোন অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদস্যরা সজাগ রয়েছে। সীমান্তে সব ধরনের চালাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।