কক্সবাজারচট্টগ্রাম

রামু উপজেলা নির্বাচনে প্রতীক পেয়ে ভোটের মাঠে ১০ প্রার্থী

কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে প্রচারণায় নেমেছে ১০ প্রার্থী।

সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম ভূট্টো (মোটর সাইকেল), সোহেল সরওয়ার কাজল (আনারস), মোহাম্মদ ইউসুফ ইকবাল (মুকুট) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন (তালা), মো. আবদুল্লাহ সিকদার (চশমা), মোস্তাক আহমদ (টিউবওয়েল), কায়সার কামাল চৌধুরী শিমুল (মাইক) ও মোহাম্মদ নেজাম উদ্দিন (উড়োজাহাজ) প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুসরাত জাহান মুন্নি (প্রজাপতি), আফসানা জেসমিন পপি (কলস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

উল্লেখ্য যে, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের এ নির্বাচনে রামু উপজেলায় গত ২ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মে যাচাই বাচাই, ১২ মে প্রার্থিতা প্রত্যহার, ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে ভোট গ্রহণ।

উপজেলার ৬৪টি কেন্দ্রের ৪৩৪টি ভোট কক্ষে ইভিএমের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫ জন। নারী ভোটার ৮৭ হাজার ৮২৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *