চট্টগ্রাম

রাসায়নিক হাইড্রোজ দিয়ে বানানো হয় মিষ্টি, জরিমানা ৫ লাখ

চট্টগ্রামে দোহা ফুডের কারখানা থেকে ৩৮০ কেজি রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত মিষ্টি জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, লেবেল ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এই জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, চট্টগ্রামের পটিয়ায় দোহা ফুড প্রোডাক্টস লিমিটেড বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে খাদ্যে হাইড্রোজ ব্যবহার করতে দেখা যায় এবং অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে দেখা যায়। লেবেলবিহীন প্রচুর খাদ্য পণ্য মজুদ করতে দেখা যায়। এ সব অপরাধে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ৩৮০ কেজি ভেজাল মিশ্রিত (মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ) মিষ্টি জব্দ ও ধ্বংস করা হয়।

চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *