চট্টগ্রাম

‘রিমাল’ মোকাবিলায় চট্টগ্রামে ২৯০টি মেডিক্যাল টিম গঠন

ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় ২৯০টি মেডিক্যাল টিম গঠন করছে জেলা সিভিল কার্যালয়।

শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলার প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিক্যাল টিম, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি, প্রতি আরবান ডিসপেন্সারীতে ১ টিসহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে ২০০ টি, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি করে ৭৫ টি, আরবান ডিসপেনসারি ৯ টি তে ৯ টি, স্কুল হেলথ এ ১ টি, জেনারেল হাসপাতাল ৫ টি গঠন করা হয়েছে।

এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *