রিয়াজুদ্দিন বাজারে অভিযান : ছয় ব্যবসায়ীকে জরিমানা
অধিক মুল্যে পণ্য বিক্রি, মুল্যতালিকা না থাকা ও ক্রয় বিক্রির রশিদ সংরক্ষণ না করার দায়ে ৬ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ( ১৩ মার্চ ) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রিয়াজুদ্দিন বাজারে চলমান অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে মুল্যতালিকা না থাকা, নির্ধারিত মূল্যের অধিক মুল্যে পণ্য বিক্রি এবং ক্রয় বিক্রির রশিদ সংরক্ষণ না করার দায়ে ২ জন ফল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা, ১ জন খেজুর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং ৩ জন গরুর মাংসের ব্যবসায়ীকে ৬ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোতোয়ালি থানা পুলিশের একটি দল।