চট্টগ্রামমীরসরাই

রুহেলকে ফুল দিতে গিয়ে রক্ত ঝরালো যুবলীগ-ছাত্রলীগের ১৭ কর্মী

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে রক্ত ঝরিয়েছে যুবলীগ-ছাত্রলীগের ১৭ নেতাকর্মী। নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে জয়ের পরের দিনই এ ঘটনা ঘটায়।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার আবুতোরাব বাজারে ঘটনা ঘটে।

আহতরা হলেন, মায়ানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি অহিদুল ইসলাম (৩৮), ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন (২০) মায়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম (৪০), মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ (২০), মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম খলিল বাপ্পী (৩০), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম রুবেল (৩৬), ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহাদ উদ্দিন রনি (২২) ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেন (২২), যুবলীগ নেতা কামরুল হাসান সুমন (৩৫), সাজ্জাদ হোসেন অপু (২৭), ফয়সাল হোসেন (২৮), মো. সাকিব (২০), মো. রিপাত (১৮), সাজ্জাদ হোসেন সাজু (২১), সাহেদ হোসেন (২৩), মো. ইমন (২৪), জয় বড়ুয়া (১৯)।

আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ইমনের অবস্থা আশঙ্কাজনক।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এরশাদ উল্লাহ জানান, সোমবার বিকেলে ইমাম হোসেন (২০), মাঈন উদ্দিন (২০), অহিদুল ইসলাম (৩৮), সাইফুল ইসলাম (৩৬) হাত, মাথা সহ শরীরের একাধিক জায়গায় জখম নিয়ে হাসপাতালে আসেন। তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে আবুতোরাব বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *