জাতীয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়া দেরি হতে পারে: রাশিয়ার রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়া দেরি হতে পারে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমি বুঝতে পারছি চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে। তবে এটা খুব বেশি সময় নয়।

রাশিয়ার পক্ষ থেকে এর আগে গত ডিসেম্বর মাসে বলেছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্তের মতো’ পরিবেশ সৃষ্টি করতে পারে। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন কী সেই বাংলা বসন্ত? এমন প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, গত বছর রাশিয়া বাংলাদেশে ২.২৭ মিলিয়ন গম রপ্তানি করেছিল। এ বছরের প্রথম ৬ মাসে ১.৯ মিলিয়ন গম রপ্তানি হয়েছে। এছাড়া কৃষিখাতের জন্য সরকারি-বেসরকারিভাবে সার রপ্তানি সহযোগিতাও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *