জাতীয়

রেলকে পুনরুজ্জাবিত করেছেন শেখ হাসিনা: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলওয়েকে একেবারে স্থবির করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে রেলকে ট্রেনে তুলেছেন, রেল মন্ত্রণালয়কে পুনরুজ্জীবিত করেছেন।রোববার বেলা সোয়া ১১টায় পাবনার ঈশ্বরদী শহরের ফতেহমোহাম্মপুরে অবস্থিত লোকোমোটিভ ডিজেল কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মো. জিল্লুল হাকিম বলেন, রেলওয়েতে শ্রমিক সংকট রয়েছে। কারণ আমাদের দক্ষ জনশক্তি নাই। এখন আমরা দ্রুত লোক নিয়োগ করে ট্রেনিংয়ের মাধ্যমে রেলকে আধুনিক করতে এবং রেলপথ মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গভাবে চালু করতে চেষ্টা করছি।তিনি বলেন, বিভিন্ন সমীক্ষার মাধ্যমে রেলওয়ের লোকোমোটিভ কারখানাগুলোর কর্মক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। আধুনিকায়ন চলছে, সম্প্রসারণ চলছে। জনগণকে সবচেয়ে সস্তায় পরিবহনের সুযোগ দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চেষ্টা করছেন।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, পাবনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গালিবুর রহমান শরীফ গালিব, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *