রেললাইনের পাথর উড়ে এলো সড়কে
নগরের ষোলশহরে কোটা সংস্কার আন্দোলনে দুপক্ষের সংঘর্ষের সময় ছোড়া পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সড়কে। মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত সড়কজুড়ে চোখে পড়ছে রেললাইনের এসব পাথর।
সোমবার (১৫ জুলাই) বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটাবিরোধীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষ রেললাইনের পাথর এনে সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা স্টেশন থেকে ছত্রভঙ্গ হয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কার্যালয়ের সামনে আসেন। সেখানেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দুই নম্বর গেট এলাকায় সাইমুন নামে এক পথচারী বলেন, ‘শিক্ষার্থীরা চটের ব্যাগে করে পাথর এনে সড়কে জমা করে। কেউ কেউ সংঘর্ষে জড়াতে নিজের গেঞ্জি খুলে এসব পাথর নিয়ে আসে।’
চট্টগ্রাম রেলওয়ের ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, ‘মূলত ধাওয়া-পাল্টা শুরু হলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ঠিকাদারের জমানো পাথরের স্তূপ থেকে শিক্ষার্থীরা পাথর নিয়ে ছোড়াছুড়ি শুরু করে। এ বিষয়ে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’