চট্টগ্রামফটিকছড়ি

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রতি বছরের ন্যায় এবারও রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ক্লাবের উদ্যোগে ফটিকছড়ির নিউ দাঁতমারা চা বাগানে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই শতাধিক রোগীকে চিকিৎসা এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

এতে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে ৩০ জন রোগীকে লেন্সসহ চোখের ছানি ও অন্যান্য অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। যা পর্যায়ক্রমে সম্পূর্ন বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানিয়েছেন আয়োজন সংশ্লিষ্টরা।

এই চক্ষু শিবিরে নিউ দাঁতমারা বাগানের চেয়ারম্যান ডা. আবু নাসের চৌধুরী, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ডা. অভিক দে (ইমু), জসিম উদ্দিন, অরবিন্দ চৌধুরী, নুরুল আবছার, মিজান, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ক্লাবের সাবেক সভাপতি মো. মোরশেদ আলম, সভাপতি মুহাম্মদ সাজিদুল হক, সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম, কুমার সুইং প্রো, রোটার‍্যাক্টর পিপি আশেক চৌধুরী আপন, রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির সভাপতি নমিনি মোরশেদা শাহরিন জ্যোৎস্না, এমরান হোসেন হৃদয়, মানিকছড়ি আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের কর্ণধার ডালিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ও সিরাজ-আনোয়ারা ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *