রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলাকেটে হত্যা করল স্বামী
কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী।
নিহত নারী হলেন, ক্যাম্প-১৮ এর বাসিন্দা মো. ইদ্রিস (৩২) এর স্ত্রী রেহেনা আক্তার (২৪) । ক্যাম্প-১৮ এলাকায় পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, প্রায় সময় রেহেনা ও ইদ্রিসের সংসারে নানা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বুধবার পারিবারিক কলহের জের ধরে রেহেনা আক্তারকে গলা কেটে হত্যা করে তার স্বামী ইদ্রিস। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।
তিনি জানান, পুলিশ খবর পেয়ে আশেপাশের রোহিঙ্গাদের সহযোগিতায় হত্যাকারীকে রোহিঙ্গাকে আটক করে ময়নারঘোনা এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। বিষয়টি ক্যাম্প সিআইসিকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।