পার্বত্য চট্টগ্রাম

লক্ষ্মীছড়িতে আধাবেলা হরতাল চলছে

শ্রমিক নাঈম হোসেন (৩০) নিহত হওয়ার প্রতিবাদে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় আধাবেলা হরতাল চলছে।

হরতালের কারণে লক্ষ্মীছড়িতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

খোলেনি দোকানপাট। হরতালের সমর্থনে স্থানীয়রা বিভিন্ন জায়গায় পিকেটিং করছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় তারা নাঈম হত্যার বিচার চেয়ে স্লোগান দেন।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।

এর আগে বুধবার (১৯ জুন) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। নিহত নাঈম লক্ষ্মীছড়ির জুর্গাছড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট বাজারে দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পরিবহন শ্রমিক নাঈম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় সাজেক থানায় মামলা দায়ের করা হয়েছে। নাঈমের চাচা বাবুল হোসেন অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে বুধবার সন্ধ্যায় খাগড়াছরি দুর্গম লক্ষীছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকায় স্থানীয় কবরস্থানে নাঈমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *