লা মেনসায় বাসি খাবার, পিৎজা কোর লাইসেন্সই নেই
চট্টগ্রামের চার রেস্টুরেন্টকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ জুন) সকাল থেকে নগরের খুলশী থানা এলাকায় চলা এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
অভিযানে খুলশী এলাকার ‘লা মেনসা রেস্টুরেন্টে কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি। একই এলাকার ‘দ্য পিৎজা কো রেস্টুরেন্টে লাইসেন্স না থাকার অপরাধে ৩০ হাজার টাকা এবং একই অপরাধে ক্রিমসন কাপ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া অন্য একটি রেস্টুরেন্টে অনুমোদন না নিয়ে কেক ও দই উৎপাদনের অপরাধে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন খুলশী থানা পুলিশ।