শতরানের জুটি গড়লেন তামিম-সৌম্য
পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে লড়াকু সংগ্রহের পথে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ভালো রানের পথে টাইগাররা। দুজন মিলে গড়েছেন শতরানের পার্টনারশিপ।
শুক্রবার (১০ মে) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে নাজমুল হাসান শান্তর দল। ম্যাচের ১১তম ওভারের শেষ বলে সৌম্য সরকার সিঙ্গেল নিলে শতরানের জুটিতে পৌঁছায় তারা। পরের ওভারেই লুক জঙ্গুয়ের বলে জোনাথন ক্যাম্পবেলের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। আউট হবার আগে তামিম করেন ৩৮ বলে ৫৩ রান। কিছুক্ষণ পর আউট হন সৌম্য সরকারও। ৩৪ বলে ৪১ রান করে জঙ্গুয়ের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
উল্লেখ্য, এ ম্যাচে দীর্ঘদিন পর দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেইসাথে ফিরেছেন মোস্তাফিজ ও সৌম্য।