চট্টগ্রাম

শনিবারেও খোলা চসিকের রাজস্ব বিভাগ

অর্থবছরের শেষদিকে নাগরিকদের গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের সুবিধার্থে শনিবার (২৯ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ খোলা থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম।

তিনি জানান, অর্থবছরের শেষ মাস জুন সমাপ্তির দিকে থাকায় নাগরিকরা যাতে করছাড়ের সুবিধা পান সেজন্য এই শনিবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের ৮টি আঞ্চলিক কার্যালয় খোলা থাকবে। নাগরিকরা সারচার্জবিহীন বকেয়াসহ হালনাগাদ সমুদয় গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি স্ব-স্ব এলাকার আঞ্চলিক কার্যালয়ে পরিশোধ করতে পারবেন। টাইগারপাসস্থ চসিক কার্যালয় থেকে প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তর থেকে এ কার্যক্রম মনিটরিং করা হবে।

শনিবার খোলা থাকা রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়গুলো হল-

রাজস্ব সার্কেল-১ এর কার্যালয়। ঠিকানা- চট্টগ্রাম শপিং কমপ্লেক্স (৩য় তলা), ২নং গেট, ষোলশহর যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২নং জালালাবাদ ওয়ার্ড, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৮নং শুলকবহর ওয়ার্ড।

রাজস্ব সার্কেল-২ এর কার্যালয় বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন পশু চিকিৎসালয় বিল্ডিং (৩য় তলা), বহদ্দারহাট যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ৪ নং চান্দগাঁও ওয়ার্ড, ৫নং মোহরা ওয়ার্ড,৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, ১৬ নং চকবাজার ওয়ার্ড, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড।

রাজস্ব সার্কেল- ৩। ঠিকানা- আনসার ক্লাব (২য় তলা), জেল রোড যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড।

রাজস্ব সার্কেল-৪। ঠিকানা- সিটি কর্পোরেশন সুপার মার্কেট (৪র্থ তলা), স্টেশন রোড যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড, ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, ৩১ নং আলকরণ ওয়ার্ড, ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড।

রাজস্ব সার্কেল- ৫। ঠিকানা- সিটি কর্পোরশন ভবন (২য় তলা), দামপাড়াস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পার্শ্বে যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ১৪নং লালখান বাজার ওয়ার্ড, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড, ২১নং জামালখান ওয়ার্ড, ২২নং এনায়েতবাজার ওয়ার্ড, ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড, ২৮নং পাঠানটুলী ওয়ার্ড।

রাজস্ব সার্কেল- ৬। ঠিকানা- আবদুল আলী আর্কেড (৩য় তলা), অলংকার মোড়, পাহাড়তলী। এর আওতাধীন ওয়ার্ডগুলো হল- ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড, ১৩ নং পূর্ব পাহাড়তলী ওয়ার্ড।

রাজস্ব সার্কেল- ৭। ঠিকানা- সিটি শপিং কমপ্লেক্স (৬ষ্ঠ তলা), বেপারী পাড়ার মোড়, আগ্রাবাদ এক্সেস রোড। এর আওতাধীন ওয়ার্ডগুলো হল- ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, ২৫ নং রামপুর ওয়ার্ড, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড, ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড।

রাজস্ব সার্কেল- ৮। ঠিকানা- ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয় (৫ম তলা) বন্দরটিলা যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ৩৭ নং মুনির নগরওয়ার্ড, ৩৮ নং দক্সিণ মধ্যম হালিশহর ওয়ার্ড, ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড, ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *